আগামী ২ বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্বমানের একটি আধুনিক নগরীতে উন্নীত হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সকালে নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ২০১৭-২০১৮ অর্থবছরে প্রায় ২শত ৩২ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন কার্য়ক্রমের মধ্যে সমাপ্ত ৫ টি প্রকল্পের ফলক উন্মোচন করেন মেয়র। পরে নালার পাড় বাজারে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এক্সেস রোডের উন্নয়ন কাজ সমাপ্ত হলে আগ্রাবাদ এলাকার বর্তমান চিত্র সম্পুর্ণ পাল্টে যাবে। এসময় ওয়ার্ড কাউন্সিলর এইচ.এম সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Authorization