এফএ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় মুখোমুখি হবে দল দু’টি। এর আগে এফএ কাপের ফাইনালে আরো দু’বার মুখোমুখি হয়েছিলো দল দু’টি। তাতে সমান একটি করে জয় আছে ব্লুজ ও রেড ডেভিলদের। এ ম্যাচ জিতলেই আর্সেনালের সমান রেকর্ড ১৩টি শিরোপা ঘরে তুলবে ম্যান ইউ। আর অষ্টম শিরোপা জয়ের মিশনে চেলসি। অন্যদিকে, জার্মান কাপের ফাইনালে রাত ১২টায় আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে মোকাবেলা করবে বায়ার্ন মিউনিখ। সর্বোচ্চ শিরোপাজয়ী বাভারিয়ানদের এটি ১৯তম শিরোপা জয়ের মিশন। আর নিজেদের ইতিহাসে পঞ্চম শিরোপা জয় করতে মাঠে নামবে আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট।
Authorization