
চট্টগ্রামে চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বহদ্দারহাটগামী একটি বাসে ওঠেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এসময় বাসটি অন্য পথে গেলে, নেমে যাওয়ার চেষ্টা করে এই ছাত্রী। একা পেয়ে চালক মোহাম্মদ রাসেল ও হেলপার মোহাম্মদ হানিফ ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এসময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ছাত্রীকে নামিয়া দিয়ে বাসটি চলে য়ায়। বাসটির নম্বরের সূত্র ধরে বিকেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওয়াসা মোড়ে বাসটি ভাংচুর করে। এসময় চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।