
নব-নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের শপথ আগামী ১৫ ফেব্রুয়ারি। এ দিন বিকেল ৩টায় প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার অঙ্গিকার করলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বললেন, সব রাজনৈতিক দলই কমিশনের কাছে সমান গুরুত্বের। সবার সহযোগিতা থাকলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর উত্তরার নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানান নতুন সিইসি।