৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় দুঃখপ্রকাশ করলেন এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুক ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এনালিটিকা। এমন তথ্য ফাঁস হলে চাপের মুখে পড়ে ফেসবুক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে এক বিবৃতিতে জাকারবার্গ বলেন, গ্রাহকদের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়া বিশ্বাস ভঙ্গের সামিল। ফেসবুকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন ফেসবুক প্রধান।
Authorization