আজীবন চীনের প্রেসিডেন্ট পদে বহাল থাকার পক্ষে এগিয়ে গেলেন শি জিন পিং। সংবিধানে ২ মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার নির্ধারিত মেয়াদ তুলে দেয়ার পক্ষে রোববার প্রস্তাব পাস করে দেশটির পার্লামেন্ট।
বাৎসরিক অধিবেশনে ২ হাজার ৯৬৪ ভোটের মধ্যে সংবিধান সংস্কারের প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন সদস্য। অনুপস্থিতির কারণে ভোটদানে বিরত থাকেন ৩ জন সদস্য। এর ফলে আজীবন প্রেসিডেন্ট পদে থাকতে যাচ্ছেন মাও সেতুংয়ের মর্যাদা পাওয়া শি জিন পিং।
২০২৩ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত মেয়াদ তুলে নেয়ায় প্রেসিডেন্ট পদে জিন পিংয়ের বহাল থাকার পক্ষে আর কোন বাধা রইলো না। গত মাসে প্রেসিডেন্টের নির্ধারিত মেয়াদ পাসের প্রস্তাব তুলে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।