লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার জন্য ধর্মান্ধদের দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ও এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উন্নত দেশ গড়তে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞান গবেষণা বাড়াতে বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স অ্যান্ড আইসিটি শীর্ষক প্রকল্পে গত সাত বছর ৮০ কোটি টাকারও বেশি অনুদান দেয়া হয়। চলতি অর্থ বছরে বরাদ্দ প্রায় সাড়ে চৌদ্দ কোটি টাকা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে গবেষণার বিকল্প নেই।
লেখক ও শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের ওপর হামলাকে অনাকাঙ্খিত উল্লেখ করে এজন্য ধর্মান্ধ গোষ্ঠীকে দায়ী করেন সরকার প্রধান। আগামী মাসেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।