একদিন বিরতির পর বান্দরবানের তুমব্রু সীমান্তে আবারো অবস্থান নিয়েছে মিয়ানমার সেনারা। সকালে ৪টি ট্রাকে করে বিজিপির সদস্যদের পাশাপাশি সেনারা সীমান্তের কোনাপাড়া এলাকায় বাঙ্কার খনন শুরু করে। এছাড়া,বিজিপির সদস্যরা সীমান্তের কাঁটা তার ঘেঁষে টহল দেয়। এদিকে, মিয়ানমার সীমান্তে সৈন্যের উপস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমার ফেরত পাঠাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী লিসা কার্টিস। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
Authorization