আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনব্যাপি সফরে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়।
আঞ্চলিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে খুলনা সফর করেন প্রধানমন্ত্রী।