রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করার কথা জানায় তারা। শনিবার ফ্ল্যাটে অনীক ও তার বোন ছিল। রাতের খাবার খেয়ে যার যার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে অনীককে ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।
Authorization