টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শরু হওয়া ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আগামী ১৪ জানুয়ারি। জর্ডানের মাওলানা শেখ নওশাদ আম বয়ান শুরু করেন। বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের আব্দুল মতিন। দেশের ১৬ জেলা থেকে আগত মুসুল্লীরা ২৭টি খিত্তায় অবস্থান করে ভোর থেকেই বয়ান শুনছেন। কয়েক হাজার বিদেশী মেহমানও রয়েছে। ইজতেমা ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জা্নিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে গতরাতে আজিজুল হক নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে।