সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘন্টায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এরমধ্যে সকাল ৯টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার মেঘনা বাজার এলাকায় মোটরসাইকেল খাদে পড়ে তিন বন্ধু নিহত হয়েছেন। এর আগে শনিবার রাতে ফেনীর দাগনভুঞা উপজেলার আমিরগাঁও এলাকায় বাস খাদে পড়ে সাতজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৩০ জন। এছাড়া নরসিংদী সদরে রেকারের ধাক্কায় দুই জন ও ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও আরোহীসহ শনিবার বিভিন্ন স্থানে আরো ১১জন নিহত হন।