
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার নিজেরই ক্ষতি করেছেন। এতে কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে আসবে। দুপুরে সচিবালয়ে জাপানের অ্যাম্বানেডর ও আসামের অর্থমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চাল ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ক্ষণস্থায়ী। ধীরে ধীরে দাম কমবে। বতর্মান অবস্থার জন্য কিছু অসাধু ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিবেদনকে দায় দেন মন্ত্রী।