
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা জয়বাংলা স্লোগানকে বিশ্বাস করে না, তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত বিজয় শোভাযাত্রা উদ্বোধন করে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপিই হবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। এ সময়, আবারও নৌকার জন্য ভোট চান ওবায়দুল কাদের।