
নওগাঁর সাপাহারে ২ নারী ও ৫ শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার খঞ্জনপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ১৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খিজির খান জানান, ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের ১৪ বিজিবি’র খঞ্জনপুর ক্যাম্পে রাখা হয়েছে।