
ঘটনাবহুল ৭ই নভেম্বর উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া সমাবেশে এখন বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এর আগে বেলা ১১টা থেকেই মঞ্চে সংগীত পরিবেশন করেন জাসাস শিল্পীরা। সমাবেশকে ঘিরে রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জড়ো হন নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও মৎসভবন, শাহবাগ, টিএসসিসহ বেশকিছু পয়েন্টে জড়ো হন তারা। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।