
দুর্নীতির অভিযোগে সৌদি আরবের ১১ যুবরাজ, ৪ মন্ত্রী ও বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এক রাজকীয় ঘোষণায় ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পরই তাদের গ্রেফতার করা হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এ বিষয়ে সৌদি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসলেও দেশটির মন্ত্রিপরিষদের উচ্চ পর্যায়ে বড় ধরণের রদবদল করার খবর জানা গেছে। বরখাস্তকৃত মন্ত্রীদের মধ্যে ন্যাশনাল গার্ডের প্রধান যুবরাজ মেতেব বিন আব্দুল্লাহ, অর্থমন্ত্রী আব্দেল ফাকিহর নাম রয়েছে বলে জানায় বিভিন্ন সুত্র। এদিকে, দেশটির রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। শনিবার প্রায় ৮শ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে এটি। তবে তা আকাশেই ধ্বংস করার দাবি করেছে রিয়াদ। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। টুইটারে সৌদিতে এ হামলার দায় স্বীকার করেছে হাউথিরা।