
ভারতের তামিলনাড়ুতে মোসুমী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত এক সপ্তাহে অন্তত ১২ জন মারা গেছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির রাজধানী চেন্নাই ও এর আশপাশের এলাকার কমপক্ষে ১০ হাজার মানুষকে ১০৫টি রিলিফ ক্যাম্পে আশ্রয় দেয়া হয়েছে। সড়কে বন্যার পানি উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ, বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বর্ষণের সঙ্গে বাতাস অব্যাহত থাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে ১০ হাজার জেলেকে পোর্টে অবস্থান করতে বলা হয়েছে। সপ্তাহ ধরে ভারী বর্ষণের আশংকা করছে আবহাওয়া অধিদপ্তর।