
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজে
অনার্স ১ম বর্ষের পরীক্ষার ফরম ফিলাপ নিয়ে নানা অভিযোগ উঠেছে। ফরম ফিলাপে অনেক কলেজ থেকে দ্বিগুণ হারে ফি আদায়
নিয়ে ক্ষুব্দ শিক্ষার্থীরা। এনিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। দাবী আদায় না
হওয়া পর্ষন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনাও দেন শিক্ষার্থীরা।
কলেজের সঙ্গে সঙ্গতি রেখে ফরম ফিলাপের ফি পুনরায়
নির্ধারণ করার দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবী যুক্তিক স্বীকার করে সভায় এ
নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানান অধ্যক্ষ।