
শঙ্কার মুখে এ বছরের এশিয়া কাপ। করোনাভাইরাসের কারণে গত বছর এশিয়া কাপ মাঠে গড়াতে পারেনি, যেটা চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবারও পিছিয়ে যেতে পারে টুর্নামেন্টটি। এমনই ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।
তার মতে, ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে আরও একদফা পিছিয়ে যাবে এশিয়া কাপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নিলেই স্থগিত হতে পারে এ টুর্নামেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া।
এশিয়া কাপ পিছিয়ে যাওয়ার শঙ্কা থাকার পরও শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান পিসিবি বস, ‘দেখে মনে হচ্ছে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। যদি এমনটাই হয় তাহলে শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ এগিয়ে যাবে না। আমরা সবকিছু চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছি।’
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে হার এড়ালেই প্রথমবার ফাইনালে খেলবে ভারত। আর ইংল্যান্ড জয়ী হলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া। আগামী ১৮ জুন লর্ডসে হবে শিরোপা লড়াই। সে সময়েই এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে।