
নাইজেরিয়ায় তিন শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামফারা প্রদেশের জাঙ্গেবের স্কুল থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে। অপহরণের পর তাদের জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তিন শতাধিক শিক্ষার্থী অপহরণের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, একে অমানবিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
দুষ্কৃতিকারীদের সঙ্গে কোন আপোষ নয় বলেও এসময় সতর্ক করেন তিনি। অপহৃতদের নিরাপদ, জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত পাওয়াই সরকারের লক্ষ্য বলেও জানান প্রেসিডেন্ট। গেল সপ্তাহে নাইজার প্রদেশ থেকেও ৪২ জনকে অপহরণের ঘটনা ঘটে।