
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নামে ইংরেজি শব্দের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে বাংলার গুরুত্ব। যেখানে অনায়াসে ব্যবহার করা যায় একটি সুন্দর বাংলা শব্দ, সেখানে অযাচিতভাবে ইংরেজি জুড়ে দিয়ে চলছে অদ্ভুত নামকরণ।
শিক্ষা থেকে বাণিজ্যিক, এমনকি সরকারি প্রতিষ্ঠানের নামে দিন দিন ইংরেজি শব্দের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। বিকল্প বাংলা শব্দ না খুঁজে ইংরেজি জুড়ে দেয়ায় তৈরি হচ্ছে জগাখিচুড়ি ভাষা।
উন্নত বিশ্বে সাইনবোর্ড ও প্রতিষ্ঠানের নাম মায়ের ভাষায় লেখা হলেও আমাদের চিত্র উল্টো। আমাদের দেশে বিষয়টি পরিণত হয়েছে খামেখেয়ালিপনায়।
শিক্ষার মান কমেছে
অর্থের পেছনে ছোটার মানসিকতার কারণে। মায়ের ভাষাকে অবজ্ঞা করার এ মানসিকতা না
ছাড়লে একসময় বিপদে পড়বে বাঙালি জাতিসত্ত্বা। বললেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে বাংলার ব্যবহার বাধ্যতামূলক হলেও সেই নিয়ম না মানার প্রবণতাকে দু:খজনক বলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জোরালো ভুমিকা রাখার তাগিদ দিয়েছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা।