
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ৫ দিনের সফরে আসে ভারতীয় দুই সদস্যর প্রতিনিধি দল।