
জাতীয় পতাকা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোন ত্যাগ স্বীকারে বিমান বাহিনীর সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, দেশেই যুদ্ধ বিমান তৈরি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

দেশপ্রেম, শৃংখলা, কর্মদক্ষতা
ও পেশাদারিত্বে সঙ্গে নিজেদের দায়িত্ব সুনিপুনভাবে পালনের স্বীকৃতি হিসেবে বিমান
বাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। গণভবন থেকে
যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে দুই স্কোয়াড্রন লিডারের হাতে পদক
তুলে দেন বিমান বাহিনীর প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে, সশস্ত্র বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন সরকার প্রধান। বলেন, জাতির পিতার স্বপ্ন ও পরিকল্পনা ধরেই এগুচ্ছে বাংলাদেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে প্রত্যয়ী থাকার কথাও বলেন তিনি।

দেশ-বিদেশে শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে, ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথা বলেন শেখ হাসিনা।
এসময় জনসাধারণের মৌলিক চাহিদা নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে, করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।