
দেশে এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ২০ লাখ ডোজ ভ্যাকসিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।
এরপর সেখান থেকে ৫টি ফ্রিজার ভ্যান করে সংরক্ষণের মজন্য এসব ভ্যাকসিন টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে নিয়ে যাওয়া হয়। প্রয়োগের অনুমোদনের জন্য এসব ভ্যাকসিনের নমুনা আজ ওষুধ প্রশাসনে পাঠানো হবে।
এর আগে, ২৫ জানুয়ারি আসে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা।