
নিউজিল্যান্ড সফরে একমাত্র বাঁ-হাতি স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরম্যান্স এবং সাকিবের বিকল্প হিসেবেই চিন্তা করা হয়েছে তাকে। সুযোগ পেলে এখন নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে মুখিয়ে আছেন নাসুম।
নাসুম আহমেদ জানান, প্রথমবারের মতো দলের সঙ্গে বিদেশ যাচ্ছি, খুব ভালো লাগছে। আশা করি, দলে সুযোগ পাব।
ওশেনিয়াতে যাবে দল। খেলবে ওয়ানডে আর টি-টোয়েন্টি। প্রথমবারের মতো দলের
সঙ্গে ভ্রমণ করার সুযোগটা নতুনদের কাছে কতটা আনন্দের, তা পরিষ্কার নাসুমের
কথায়।
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে পারফর্ম করে যাচ্ছেন। ছন্দে উঠা নামা থাকলেও
মোটের ওপর বাদ দেওয়া যাবে না তার সামর্থ্যকে। সীমিত ওভারের ক্রিকেটে বল
করতে পারেন দলের চাহিদা মতো। নতুন-পুরাতন দুই ধরণের বলেই ব্রেক থ্রু আনতে
পারেন হরহামেশা।