
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি চার লাখ ৩০ হাজার ৩৩ জন। ভাইরাসের কারণে বিশ্বে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে । এর মধ্যে সুস্থ হয়েছে ৮ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৪৭৫ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভাইরাসটির বিশ্বে সবচেয়ে বেশি
মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ লাখ ২ হাজার ৫৪৪ জন এখন পর্যন্ত
মারা গেছেন। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও দেশটিতে। এখন পর্যন্ত ২ কোটি ৮৪
লাখ ৫৩ হাজার ৫২৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। সুস্থ ১ কোটি ৮৫ লাখ ৯৬
হাজার ৪৯৭ জন।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ
হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৯
লাখ ৭৯ হাজার ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ১৭৮ জনের। সুস্থ ৮৯
লাখ ৫০ হাজার ৪৫০ জন।
সংক্রমিত রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত
মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের
সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৫৪৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬
জনের। ১ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭০৬ জন।