
ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে। এখান থেকে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি অবহিত করা হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ি, গত অর্থবছরে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন। যা আগের অর্থবছরের চেয়ে ৩০ দশমিক ছয় এক শতাংশ বেশি। মাথাপিছু জাতীয় আয় ১৬’শ দুই ডলার ও জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক দুই চার শতাংশ। এছাড়া সভায় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট আইন-২০১৭ এর খসড়া চুড়ান্ত অনুমোদন পায় মন্ত্রিসভায়। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।