
সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শুনে এ আদেশ দেন। আদালতে অভিযুক্ত ৫০ আসামির মধ্যে ৩৪ জন উপস্থিত ছিলেন। ১৫ জন এখনও পলাতক। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে, সব আসামি খালাস পাবেন বলে আশা তাদের আইনজীবীর।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা থেকে মাগুরা যাওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় তিনি অক্ষত থাকলেও সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকে আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। ।