
মুজিববর্ষ উপলক্ষে নতুন অর্থ বরাদ্দ করে কর্মসূচি না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে হাতে থাকা কর্মসূচিগুলো বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। সভায় পযর্টকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এছাড়া বয়লার আইন ও জাহাজ নির্মাণশিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভাশেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।