
ট্রাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর এবং দেশ-বিদেশে শাখা খোলার সুযোগ রেখে জাতীয় সংসদে পাস হলো বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সংশোধন বিল-২০২১। গত ৭ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বিলটি পাস হওয়ায় এখন ট্রাভেল এজেন্সিগুলো সরকারের অনুমোদন নিয়ে দেশে-বিদেশে শাখা অফিস খুলতে পারবে। বর্তমানে কোনও অপরাধের জন্য ট্রাভেল এজেন্সিকে জরিমানার সুযোগ নেই। কর্তৃপক্ষ কেবল তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করতে পারে। তবে পাস হওয়া বিলে জরিমানার সুযোগ রাখা হয়েছে।