
কিলিয়ান এমবাপের জোড়া গোলে মঁপেলিয়েকে ৪-০ গোলে উড়িয়ে ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো প্যারিস পিএসজি। ম্যাচের ৩৪ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৬৩ মিনিটে এমবাপের দ্বিতীয় গোল করলে ৩-১ এ লিড নেয় প্যারিসের দলটি। ৬১ মিনিটে মাউরো ইকার্দির গোলে ৪-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
নিজেদের মাঠে প্রতিপক্ষের সিমানায় বেশ কয়েকবার আক্রমনে যায় পিএসজি। কিন্তু মোঁপেলিয়ের ডিফেন্স ভাঙ্গতে পারেনি নেইমাররা। ১৯ মিনিটে গোলরক্ষক জোনাস ওমলিনের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় মোঁপেলিয়ে। ৩৪ মিনিটে পিএসজিকে লিড এনে দেন এমবাপে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় লেভান্তের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল ভায়াদলিদ।