
বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৮৪৮ জন। আর এতে মারা গেছেন ২১ লাখ ১৬ হাজার ৩৩৬ জন। সুস্থ হয়েছেন ৭ কোটি ৯ লাখ ১৭ হাজার ৪৮৫ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪২ জন। মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ১৭৭ জন। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ২২১ জন।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৮৭ লাখ ৫৫ হাজার ১৩৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ২৯৯ জন।
আক্রান্তে চতুর্থ স্থানে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৭৭ হাজার ৩৫২ জন। মারা গেছে ৬৮ হাজার ৪১২ জন।
আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৮৩ হাজার ৯০৭ জন। মারা গেছেন ৯৫ হাজার ৯৮১ জন।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।তবে দরিদ্র দেশগুলো যাতে টিক পায় এনিয়ে এগিয়ে এসেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার–বায়োএনটেক।