
সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তির দাবিতে কোম্পানীগঞ্জে আগামীকাল আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছে। উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সকালে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে হরতালের ডাক দেন।
এর আগে, একরামুল করিম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
জানা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট রূপালী চত্বরে একরাম বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেন মির্জা।
একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার,জেলা কমিটি বাতিল ও নোয়াখালীর অপরাজনীতি অনিয়ম দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন মির্জা কাদের। এর আগে দিনব্যাপি বিক্ষোভ কর্মসূচিতে একরাম চৌধুরীরর কূশপুত্তলিকা দাহ করা হয়।