
গভীর ঘুমে আচ্ছন্ন নগরবাসী। কিন্তু
বেচাকেনায় জমজমাট রাজধানীর ফুলের হাট শাহবাগ। ভোররাত পর্যন্ত চলে ফুলের
সুগন্ধ ফেরি করার প্রস্তুতি। আনন্দ, আহ্লাদ আর
পবিত্রতার প্রতীক বাহারি ফুল বেচাকেনায় এসব মানুষ যেন ভুলেই গেছেন দিন-রাতের
পার্থক্য। তবে, করোনায় ভালো নেই ফুল ব্যবসায়ীরা। আগের তুলনায় আয় কমেছে তিনগুণ।
রাজধানীর শাহবাগের পাইকারি ও
খুচরা ফুলের বাজার। ট্রাক থেকে নামানো হচ্ছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গাজেরা, লহর, ভুট্টা, কাঠবেলীসহ বাহারি সব ফুল। এসব ফুলের ঘ্রাণ বাতাসে মিশে সৃষ্টি হয়েছে সুগন্ধি আবহ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে
নিয়ে আসা ফুল সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। এই ব্যস্ততা চলে দিনরাত। আছেন রাজধানীর স্থায়ী ও ভাসমান ফুল ব্যবসায়ীরাও।
রাত ২টার পর থেকে ভোর ৬টা
পর্যন্ত ফুলের চালান আসে। আর সকাল ৯টার মধ্যেই সাঙ্গ হয়
পাইকারি
বিকিকিনি। ফুলের মৌসুম হলেও করোনার প্রভাবে বেচাকেনা নেই
বললেই চলে।
তবে,
শুধু দেশি ফুল ছাপিয়ে দোকানে দোকানে শোভা পাচ্ছে বিদেশি ফুলও।
তবে
একুশে ফেব্রুয়ারি ও বসন্ত উৎসব ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় ফুলের মার্কেট আবারও জমজমাট হবে, এমন আশা ব্যবসায়ীদের।