
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অভিযান চালিয়ে একটি ভেজাল কসমেটিক কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুই কর্মচারী গ্রেফতার হলেও পালিয়েছে মালিক।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে র্যাব ৩ ও বিএসটিআই যৌথ এ অভিযান চালায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বোস জানান, দীর্ঘদিন ধরে লেবেলহীন কেমিকেল দিয়ে স্কিনক্রিম তৈরি করে আসছিলো বিপাশা কসমেটিক এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি। মানহীন ও মেয়াদোত্তীর্ণ গ্লিসারিন জব্দ করা হয়েছে।