
রাজধানীর বিমানবন্দর এলাকায় পদ্মাওয়েলের সামনে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা অরফে মিতু (২৫)।
নিহত স্বামী-স্ত্রী মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঘটনাস্থলেই তারা নিহত হন।
আজমেরি গ্লোরি পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।