
দরপতনের পরদিনই চাঙ্গাভাব ঢাকা শেয়ারবাজারে। শেয়ার কেনাবেচা ওঠানামাকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পরামর্শ দিলেন, জনগণকে উন্নয়নের অংশীদার করতে অবকাঠামো উন্নয়নের টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত সরকারের। এতে দ্রুত বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে বলেও মত দেন তিনি।
গেলো সপ্তাহে প্রায় প্রতিদিনই পুঁজিবাজারে গড় লেনদেন হয়েছে ২ হাজার কোটি টাকা। বুধবার ৯১ পয়েন্ট দরপতনের দিনেও লেনদেন দাঁড়ায় ২ হাজার ১০৮ কোটিতে। সপ্তাহের শেষ কার্যদিবসে আবারও ঘুরে দাঁড়ায় বাজার। এতে স্বস্তি বোধ করছেন
বিনিয়োগকারীরা।
এদিন রবি আজিয়াটা এবং বেক্সিমকোর শেয়ারে তেজিভাব দেখা গেছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ভূমিকার কারণে দৈনিক লেনদেন শিগগিরই ৫ হাজার কোটি
টাকায় গিয়ে ঠেকবে বলে জানান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের সভাপতি। সরকার পুঁজিবাজার থেকে অবকাঠামো উন্নয়নের টাকা সংগ্রহ করলে তা দেশের উন্নয়নে
মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান।
বাজার আরও চাঙ্গা করতে বিভিন্ন ধরনের বন্ড ছাড়া হয়েছে বলেও জানান তিনি।