
রাজধানীসহ
সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ। এতে দুর্ভোগে
পড়েছেন ছিন্নমূল ও দরিদ্র মানুষ। আগামী
১৯ বা ২০ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রংপুর ও রাজশাহী
বিভাগে বয়ে চলা মৃদু
শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে।
পৌষের বিদায়লগ্নে
আবারও বেড়েছে শীতের প্রকোপ। একদিকে কনকনে শীত অন্যদিকে গরম কাপড়ের অভাব। তাই জবুথবু হয়ে কোনমতে রাত পার করছেন
ছিন্নমূল ও ভবঘুরে মানুষ।
হাড়কাপানো
শীতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। অনেকেই দলবদ্ধ হয়ে আগুন পোহাচ্ছেন।
১৯-২০ জানুয়ারি
সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে
আবহাওয়া অফিস। ২০ তারিখের
পরে আসতে পারে আরেকটি
শৈত্যপ্রবাহ।
রংপুর ও রাজশাহী বিভাগের
উপর দিয়ে বয়ে চলা মৃদু
শৈত্যপ্রবাহ আরও দুতিনদিন অব্যাহত
থাকবে বলেও জানান এ কর্মকর্তা।