
চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতির জরিপের ফলাফল ও প্রার্থীদের যোগ্যতা জনপ্রিয়তা যাচাই বাছাই করে দেয়া হয় মনোনয়ন। মনোনয়ন প্রাপ্তরা দলের ধানমন্ডি সভানেত্রীর কার্যালয় থেকে সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর যুক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে ১৭ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ১৪ ফেব্রুয়ারী হবে ভোটগ্রহন।