
গুলশানের এম্পোরী ফিনান্সিয়াল ভবনে বিস্ফোরণে একজন নিহত ও ৮ জন আহত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভবনে থাকা লোকজন জানায়, এসি মেরামতের সময় ভবনের ছাদে বিকট বিস্ফোরণ ঘটে। এসি বিস্ফোরিত হয়েই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী।
এম্পোরি ফিনান্সিয়াল ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ভিসা সেন্টারের এসি মেরামতের কাজ চলছিলো ছাদে। হঠাৎ করেই সেখানে বিকট শব্দ শুনতে পায় পাশে থাকা লোকজন। এরপরই আরেকটি শব্দে চুরমার হয় ভিসা সেন্টার।
বিস্ফোরণে ছাদে থাকা তিন টেকনিশিয়ানের মধ্যে আজিজ মুন্সি নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মেরামতের সময় এসিতেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী।
সব সংস্থার সমন্বয়ে তদন্তশেষে
বিস্তারিত জানানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।