
চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় ১৩ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এ আদেশ দেন।
আসামীপক্ষের আইনজীবী মো. মনজুরুল আজম চৌধুরী জানান, ষড়যন্ত্রমুলকভাবে কাউন্সিল প্রার্থী আবদুল কাদেরকে এ মামলায় আসামী করা হয়েছে। বাদিপক্ষের আবেদনের ১০ দিনের রিমান্ড আবেদন করার পর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।