
করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৬শ ৮২ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে শনাক্ত ৬ লাখ ৬১ হাজার ৮শ ৮৬ জন। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২শ ৫৭ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে
একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৯শ ৯২ জন। দেশটিতে গত সপ্তাহে
প্রতিদিন ৩ হাজারের বেশি মৃত্যু এবং ২ লাখের বেশি শনাক্ত হয়েছে।
অ্যারিজোনা
অঙ্গরাজ্যে রেকর্ড ৫ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন-এর করোনার
ভ্যাকসিন জরুরি প্রয়োগের জন্য এফডিএ’র কাছে আবেদন করবে বলে জানিয়েছে
প্রতিষ্ঠানটি।
চীনে নতুন করে ৪০ জন শনাক্ত হওয়ার পর হেবেই প্রদেশের
ল্যাংফ্যাং শহর লকডাউন করা হয়েছে। এছাড়া শিজিয়াঝুয়াং, জিংতাই এবং
ল্যাংফ্যাং শহরে গণহারে করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ।