
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে বার্নলির আতিথ্য নেবে রেড ডেভিলরা। ম্যাচটি শুরু হবে রাত সোয়া ২টায়। বার্নলির বিপক্ষে আগের শেষ চার ম্যাচে জয় আরো উজ্জিবীত করছে সোলশায়ার শীষ্যদের। যদিও ওল্ড ট্রাফোর্ডে শেষ দেখায় স্বাগতিকদের হারিয়ে দিয়েছিলো বার্নলি। কেননা এবারের ম্যান ইউ ঘরের মাঠের চেয়ে অনেক বেশি সাবলীল অ্যাওয়ে ম্যাচে।
মৌসুমে প্রতিপক্ষের মাঠে অপরাজেও থাকা একমাত্র দল তারা। একই সময়ে আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে এভারটন। এছাড়া রাত ১২টায় শেফিল্ড ইউনাইটেড লড়বে নিউক্যাসলের বিপক্ষে।