
ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে এর চূড়ান্ত ছাড়পত্র দেবে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া-ডিসিজিআই।
তবে ক্লিনিক্যাল ট্রায়ালের তিনটি ধাপের দুটি ধাপ পার করেছে টিকাটি । বাকি একটি ধাপ এখনো বাকি, যেটি শুরু হয় গেল নভেম্বরে।
ইন্ডিয়ান
কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও পুনে ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে যৌথ
উদ্যোগে কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। ভারতজুড়ে প্রায় ২৬ হাজার
মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালায় প্রতিষ্ঠানটি।
দেশটিতে আরো
দুটি ভ্যাকসিন অনুমতির অপেক্ষায় আছে। একটি হচ্ছে ক্যাডিলার জাইকোভ-ডি। আর
অন্যটি রাশিয়ার স্পুটনিক-ভি। এদিকে ভারতে প্রথম দফায় তিন কোটি মানুষকে
বিনামূল্যে করোনার টিকা দেয়া হবে।
শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী
জানান, প্রথম দফায় টিকা পাবেন এক কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সম্মুখসারির
কর্মী। এসব কর্মীর মধ্যে রয়েছেন পুলিশসহ মহামারি মোকবিলায় নিরলস কাজ করে
যাচ্ছেন এমন লোকজন।