
প্রযুক্তির কারণে দেশ-বিদেশে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, গুজব এবং সাইবার অপরাধকেও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে। রবিবার ( ০৩ জানুয়ারি ) সকালে ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সামপনি কুচকাওয়াজে এসব কথা বলেন সরকার প্রধান। দায়িত্ব পালণের ক্ষেত্রে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনে শঙ্খলা বাহিনীটির প্রতি আহ্বানও জানান তিনি।
শিক্ষানবিশ সহকারি পুলিশ
সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে বিভিন্ন
বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসারদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্যে নবীন কর্মকর্তাদের
উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, দেশ গঠন এবং মানুষের নিরাপত্তায় শৃঙ্খলা, পেশাদারিত্ব
এবং নৈতিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে।
বাহিনীর আধুনিকায়ন এবং
সুযোগ-সুবিধা বাড়াতে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন
প্রধানমন্ত্রী। বলেন, যুগ এবং প্রযুক্তি পরিবর্তনে অপরাধের ধরনেও এসেছে ভিন্নতা।
বিষয়টি মাথায় রেখে পুলিশকে দক্ষতা অর্জন করতে হবে।
কিশোর অপরাধ, সামাজিক যোগাযোগ
মাধ্যমের অপব্যবহার এবং গুজবের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী।
করোনায় মোকাবেলায় পুলিশের
সাহসী ভূমিকা উল্লেখ করে, আগামীতে বাহিনীর জন্য আলাদা মেডিকেল ইউনিট গঠনের
প্রয়োজনীয়তার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।