
ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে জার্সি খোলায় জরিমানা গুনতে হচ্ছে লিওনেল মেসিকে। সঙ্গে জরিমানা দিতে হবে তার ক্লাব বার্সেলোনাকেও।
গেলো রোববার (২৯ নভেম্বর) ওসাসুনার বিপক্ষে ম্যাচে চতুর্থ গোল করে বার্সেলোনা জার্সি খুলে নিওয়েলস ওল্ড বয়েজের জার্সিতে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানান মেসি। সে ম্যাচেই হলুদ কার্ড দেখেছিলেন এল এম টেন। লিগের নিয়ম ভাঙায় তাকে ৬শ ইউরো জরিমানা করেছে কম্পিটিশন কমিটি। আর বার্সেলোনাকে দিতে হবে সাড়ে তিনশ ইউরো। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে বার্সা।