
রাজধানীতে বাড়ছে ভাসমান মানুষের সংখ্যা। পরিবারের ভালোবাসা বঞ্চিত হয়ে কারোও জায়গা হয়েছে ফুটপাতে। কেউবা নদী ভাঙনের শিকার হয়ে জীবিকার তাগিদে এসেছেন রাজধানীতে।

রাতের ঢাকা যেন উদ্বাস্তুদের নগর। দিন দিন বেড়েই চলেছে ভাসমান মানুষের সংখ্যা। কেউ এসেছেন কাজের খোঁজে, কেউবা নদী ভাঙনের শিকার হয়ে; আবার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঠাই নিয়েছেন ফুটপাতে। এমন অজস্র মানুষের গল্প প্রতিনিয়ত জমছে ইট, কাঠ, পাথরের এই নগরীতে। যাদের বসবাস ফুটপাত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ পুরো ঢাকায়।

উন্নয়নের
বিভিন্ন সূচকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন রাজধানীতে বাড়ছে অসহায় মানুষের ভিড়। ঠিকানাহীন
এসব মানুষের একটা অংশ জড়িয়ে পড়ছে নানা অপরাধে।
কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হলে, নগরীতে ভাসমান মানুষের সংখ্যা কমবে বলেই মনে করছেন সচেতন মহল। জনসংখ্যা নীতিতে মানুষকে শহরবিমুখ করার কথা থাকলেও দৃশ্যত ঘটছে উল্টো। পরিসংখ্যান ব্যুরো বলছে, রাজধানীতে ভাসমান মানুষ ৫০ হাজারের বেশি।
