
আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী দোলনাকে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী রঞ্জু মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) রাতে জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীকে উদ্ধার করতে গিয়ে আরো দু’জন এসিডে দগ্ধ হন। পুলিশ জানায়, ৩ মাস আগে পারিবারিক কলহের জেরে তাদের ডির্ভোস হয়। পরে দোলনা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে এসিড নিক্ষেপ করে রঞ্জু।
এ ঘটনায় আরও দুই ব্যক্তির শরীর আংশিক ঝলসে গেছে। এসিড দগ্ধদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাতেনাতে রঞ্জু মিয়াকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারাত্মক দগ্ধ অবস্থায় দোলনা আক্তার রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এসিডে তার চোখ, মুখ ও বুক ঝলসে গেছে। সে জামালপুর জেলার মেলান্দহ থানার দিলাল শেখের মেয়ে। চাকরি করতেন আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায়।