
কেএম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের প্রতি শুরু থেকেই অনাস্থা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কিন্তু রোববার কমিশনের সংলাপে অংশ নিচ্ছে দলটি। কমিশন আয়োজিত সংলাপে অংশ নেয়াটাকেই কমিশনের প্রতি দলটির আস্থার প্রকাশ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি নির্বাচনে আসবে বলেও আশা সিইসির।
নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা শুরু থেকেই। তবে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, সেনা মোতায়নসহ বেশকিছু প্রস্তাবনা নিয়ে কমিশনের সংলাপে অংশ নেবে বিএনপি।
সংলাপে অংশ নেয়া ইসির প্রতি বিএনপির আস্থার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সিইসি কেএম নুরুল হুদা। শনিবার রাজধানীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান সিইসি।
এদিকে, কেউ দুই জায়গা থেকে ভোটার হলে তাকে সনাক্ত করা হবে বলে জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। সকালে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।